ইচ্ছে সবুজ, যেন চিরপ্রাণময়
অন্তদহনে কেন, ক্ষণপ্রাণ ভয়?
ছড়িয়ে আবেশ সত্যাপনের
পুড়িয়ে ছল মিথ্যে মনের।
সরব যেন বাঁচার আকুতি
মরে বেঁচে কার কি ক্ষতি।
সবুজ বাঁচাই মনের সবুজ
এখনও সে যে বড়ই অবুঝ।
দিন দুনিয়ার হালচাল কি
অবুঝ মনে সবই না মেকি।
সব বন্ধুর জেনেও যেন
অচেনাকে ভালোবাসা,
চেনা হয়ে ফের অচেনা
এ কেমন দ্বিত্ব ঠাসা।
এখনও প্রাণ আছে, সেই সবুজবাগে
ঠাঁই নেই ক্ষেদ, কিংবা অনেক রাগে।
হারায় না কোন পুরোনো গল্প
আসে যায় দু'এক রঙ্গিন অল্প।
অন্ন জুটবে না, সেই ভয়ে ফেলে।
অন্নপূর্ণা হয়ে, মেশে আলোর জলে।
বড় ছেদ, এঁকে হৃদপটে
যার যায়, দিল তার টুটে।
এত কালো জেনেও যেন
অচেনাকে ভালোবাসা,
চেনা হয়ে ফের অচেনা
হারাই আমার ভাষা।
২৪/৩/১৮
অন্তদহনে কেন, ক্ষণপ্রাণ ভয়?
ছড়িয়ে আবেশ সত্যাপনের
পুড়িয়ে ছল মিথ্যে মনের।
সরব যেন বাঁচার আকুতি
মরে বেঁচে কার কি ক্ষতি।
সবুজ বাঁচাই মনের সবুজ
এখনও সে যে বড়ই অবুঝ।
দিন দুনিয়ার হালচাল কি
অবুঝ মনে সবই না মেকি।
সব বন্ধুর জেনেও যেন
অচেনাকে ভালোবাসা,
চেনা হয়ে ফের অচেনা
এ কেমন দ্বিত্ব ঠাসা।
এখনও প্রাণ আছে, সেই সবুজবাগে
ঠাঁই নেই ক্ষেদ, কিংবা অনেক রাগে।
হারায় না কোন পুরোনো গল্প
আসে যায় দু'এক রঙ্গিন অল্প।
অন্ন জুটবে না, সেই ভয়ে ফেলে।
অন্নপূর্ণা হয়ে, মেশে আলোর জলে।
বড় ছেদ, এঁকে হৃদপটে
যার যায়, দিল তার টুটে।
এত কালো জেনেও যেন
অচেনাকে ভালোবাসা,
চেনা হয়ে ফের অচেনা
হারাই আমার ভাষা।
২৪/৩/১৮
No comments:
Post a Comment