Tuesday, September 26, 2017

রাত জাগা

উড়ছে তোমার চুল শুধু
ছুঁচ্ছে আমার গা
তোমার সকাল হাতে রেখে
আমার রাত জাগা

আমি নির্ঘুম তুমি ঘুমে
অবাক কিছু স্বপ্ন জমে
ভয় হয় শুধু যেন না থামে।

বেঁচে থাকি শুধু তোমার গানে
আর কিছু যেন না আসে কানে
জীবন শুধু থাকুক টিকে শেষ দানে

Saturday, September 16, 2017

শক্ত

খুঁটি শক্ত না করে যুদ্ধে নামার কোন মানেই হয় না। আর অসম প্রতিযোগিতাকে টেক্কা দেবার মত যোদ্ধা হইনি। তবে বসে থেকে ভাগ্যবরণ করতে ইচ্ছুই নই। যে কাউকেই মোকাবিলা করার ক্ষমতা রাখি।

Friday, September 15, 2017

তুমি আমার

তুমি আমার ঘুম
স্বর্গীয় প্রেমের চুম
তুমি আমার রাতের বৃষ্টি,
তুমিই আমার উম।

তুমি আমার জোনাক পরী
সকাল বিকাল সন্ধ্যা আলোড়ী
তুমি আমার একটু সুখ,
তুমিই আমার আদুরী।

তুমি আমার মিষ্টি সুখ
একরাশি হাসিতে ভরে বুক
তুমি আমার জগত স্বর্গ,
দেখি যখন তোমার মুখ।

তুমি আমার স্বস্তির নিঃশ্বাস
দূরে তুমি তবুও শক্ত বিশ্বাস
তুমি আমার ছোট্ট পাখি,
তুমি আমার গোলাপ একরাশ।

তুমি আমার শান্ত ছায়া
তোমার জন্যই জাগে মায়া
তুমি যে কেন যাও হারিয়ে,
তুমিই আমার চোখের হায়া।

তুমি আমার একটাই নদী
বাঁঁচবো যদ্দিন বইবে অবধি
তুমি আমার শঙ্খচুড়া,
তুমি আমার সবটুকু আমোদী।

তুমি আমার স্বর্গ সমান
হারাই যত মান সম্মান
তবুও তুমি আমার একটাই তুমি,
দিলাম তোমার এক জবান।

তুমি আমার একটাই আকাশ
রঙ্গিন চোখে সেই বুনো কাশ
শেষ দিনেও আমি একাই থেকে,
বুড়ো বয়সে করবো বাস।

৩.০২ দুপুর। সেপ্টেম্বর ১১, ২০১৭

Sunday, September 3, 2017

খেয়ালে


ছন্দের খেয়ালে পাইনি কবিতা
কথার খেয়ালে পাইনি গান,
তোমার খেয়ালে পাইনি "তুমি"
উচ্ছ্বাসের বদলে পাইনি প্রাণ।।
গল্পে কত না পাওয়ার সুর।
অবেলায় ডাকে শেষ নিঃশ্বাস; নদী কত দূর।

মনের খেয়ালে দেইনি মনোযোগ
স্বপ্নের খেয়ালে দেইনি অনুযোগ,
নিঃস্তব্ধতার খেয়ালে দেইনি পরিভোগ
ভুলের খেয়াল দেইনি অভিযোগ।।
কাব্যে কত বিরহের উপমা।
তুমি ছিলে স্বাভাবিক; আমার কষ্ট জমা।

আঁধারের খেয়ালে পাইনি সকাল
চাঁদের খেয়ালে পাইনি জ্যোৎস্নাবিহার,
র্নিঘুমের খেয়ালে পাইনি স্বস্তি
তাঁরা খেয়ালে পাইনি রুপোর হার।।
ছন্দে দুজনার ছিল অমিল।
শেষচেষ্টা হেলায় হারিয়ে; আজ তুমি আছো খুব অনাবিল।

অনুরাগের খেয়ালে পাইনি হাসি
অভিমানের খেয়ালে পাইনি সান্ত্বনা,
অনুতাপের খেয়ালে পাইনি ক্ষমা
অনুগতের খেয়ালে পাইনি মন্ত্রণা।।
উপন্যাসের শেষ অধ্যায়ে মৃত নায়ক।
প্রমাণ দিলো সে; ভালোবাসার পরিচায়ক।
(একটি সত্য ঘটনা অবলম্বনে)
৩/৯/১৭

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...