Tuesday, November 29, 2016

মানবতার ক্রন্দন

পাষাণ তোমার হৃদয়ে হয়ত
নড়েনি এখনো কড়া,
সুবিধা মতো নিজের দাবীতে
ধরা জ্ঞান করো সরা।

চারিপাশের আবহে তোমার
আসে যায়না কিছু,
এক দু কদম আগ বাড়িয়েই
আবার হটো পিছু।

মানবতার ক্রন্দন দেখেও
ভাঙ্গো না তুমি শর্ত,
পাশের বাড়ির গড়ানো রক্তে
ভিজছে মোদের মর্ত।

গ্রামের পর গ্রাম জ্বলে যায়
শতেক মরে বোমে,
নিভে যাওয়া শিখা জ্বালিয়ে দেয়
অমানুষেরা থেমে থেমে।

কে মুসলিম, কে বৌদ্ধ
মানবতা সবার আগে,
বিশ্ব হয়ত জানে না সত্য
মাছ ঢেকে রাখে শাকে।

রক্তাক্ত দেহ পড়ে আছে কত
আছে স্বজনহারা,
সব জেনেও আমরা সবাই
দেই সীমান্তে পাহারা।

২০/১১/১৬-শেহজাদ
(আরকানবাসীকে উৎসর্গ করে)

Thursday, November 24, 2016

"তুমি"

রহিলে "তুমি" সৃষ্টির বাহিরে,
সত্যিকারের "তুমি" বহুদূরে।
মনন স্পর্শী হতে চায় অচেনা সুরে।

পূর্বের "তুমি" কি খলতুমি ছিলে?
মিলিয়ে গেলে আড়ালে
নাকি "তুমি"র জন্মই হয়নি!

হও "তুমি" সর্বদা আমারই
চাই না তাহা, এ যে আনাড়ি
আমার কথা তিক্ত ছিল, তোমার সয়নি!

"তুমি" সত্যিই লক্ষ্যহীন
"তুমি" ব্যর্থ প্রেমের বেড়াজাল,
"তুমি" ছিলে সমপ্রেম আমার
কিংবা অসম প্রেমের খেয়াল।

মনভ্রষ্ট আমি, তবুও যুক্তি খুঁজি
ভবিষ্যৎ "তুমি" অদেখা আমার কেউ,
এই সান্তনায় বাড়ি ফিরি
তবুও থামানো দায় হৃদয়ের উত্তাল ঢেউ।

Monday, November 21, 2016

নড়েনি এখনো কড়া

পাষাণ তোমার হৃদয়ে হয়ত
নড়েনি এখনো কড়া,
সুবিধা মতো নিজের দাবীতে
ধরা জ্ঞান করো সরা।

চারিপাশের আবহে তোমার
আসে যায়না কিছু,
এক দু কদম আগ বাড়িয়েই
আবার হটো পিছু।

মানবতার ক্রন্দন দেখেও
ভাঙ্গো না তুমি শর্ত,
পাশের বাড়ির গড়ানো রক্তে
ভিজছে মোদের মর্ত।

গ্রামের পর গ্রাম জ্বলে যায়
শতেক মরে বোমে,
নিভে যাওয়া শিখা জ্বালিয়ে দেয়
অমানুষেরা থেমে থেমে।

কে মুসলিম, কে বৌদ্ধ
মানবতা সবার আগে,
বিশ্ব হয়ত জানে না সত্য
মাছ ঢেকে রাখে শাকে।

রক্তাক্ত দেহ পড়ে আছে কত
আছে স্বজনহারা,
সব জেনেও আমরা সবাই
দেই সীমান্তে পাহারা।

২০/১১/১৬-শেহজাদ
(আরকানবাসীকে উৎসর্গ করে)

Wednesday, November 16, 2016

আরোও ক্ষয়িষ্ণু হই

ক্ষয়ে যাওয়া আমি আরও ক্ষয়িষ্ণু হই,
পুরোনো স্মৃতি যখন বিক্ষিপ্ত হয়ে ছুটে আসে।
বিদগ্ধ হাসি জমে থাকে ছোট কণা হয়ে
প্রতিশোধের আকাঙ্ক্ষা সুপ্ত থাকুক প্রতি নিঃশ্বাসে।

Friday, November 11, 2016

রক্তে আমার যুদ্ধের বিষ

রক্তে আমার যুদ্ধের বিষ
উষ্ণ আমার নিঃশ্বাস।
উর্বর আমার দুই চক্ষু,
চাবুক ছটায় জর্জরিত বক্ষ
উত্তপ্ত আমার শাণিত দৃষ্টি,
শক্ত প্রতিরোধে রক্তের বৃষ্টি।
তবে আমি থামি; ধৈর্য্যের প্রতিফলে
আমি কাটাই আমার ক্ষিপ্রতা যত; কলাম লেখার বলে।
আমি দুর্বিনীত অশেষবিধি, বিপত্তিরই সুরে,
আমি সবার চোখের বিষাক্ত জাল; হটায় বহুদুরে।
আমি কতেক সময় অনেক বুঝি, কতেক সময় বলি
বলার জন্য শতেক বারই, একঘরতে চলি
তোষামোদের মধুর বাণী, আমায় দিয়ে হয় না।
বাজনা বাজাই আপনি ভালো, তেনার মত হয় না!!!
দিন শেষে মঠের ঘরে আমি ফিরে যাই,
রক্তের আগুন ধীর সুচিয়ে কলমে লাগাই।

Sunday, November 6, 2016

আমি...

আমি অধঃসুখে উচ্ছলিত,
আমি অধঃনেশায় উন্মেষিত।
আমি অধঃজ্বালায় গ্রাস,
আমি অধঃনিঃশ্বাসে ধুপের তাস।
আমি অধঃক্রমে চলি,
আমি অধঃনিয়মের বলি।
আমি অধঃপাতে খন্ডিত,
আমি অধঃদন্ডে দণ্ডিত।

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...