Tuesday, April 19, 2016

রাখছো ধোকায়

আমি ধ্রুম্প্র সাগর চঞ্চল,
অন্ধ তুমি দোর খোল।
আমার পথের কাঁটা-তুলো
থাকলে ভাল আমায় ভূলো।
সন্দীপনের দিকটা তোমার; রাখছো আমায় ধোকায়,
যাচ্ছে তাই করবে-করো; করছো কেয়ার থোরায়!!!!

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...