Saturday, December 26, 2015

আমি হতে চাই

আমি জসীম-উদ্দীনের মত হতে চাই,
যে শত বিষে ভরা বাণের বদলে বুক ভরা গানের কথা বলেছেন।
আমি নজরুলের মত হতে চাই,
যে শত বঞ্চনা পরও জীবনে স্বাভাবিক মানসিকতার পরিচয় দিয়েছেন।
আমি রবীন্দ্রনাথ হতে চাই,
যিনি শত সুখ হাতে পেয়েও অধ্যবসায় ভুলে যায় নি।
আমি মাইকেল হতে চাই,
যিনি সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে নিয়ে না, চারপাশের মানুষদের নিয়ে ভাবতেন।
আমি জীবনানন্দ হতে চাই,
যিনি তার পৃথিবীটাকে প্রচন্ড ভালবাসতেন।
আমি কামিনী রায় হতে চাই,
যিনি পেছনের দিন গুলো খুব যত্ন করে মনের মধ্যে গুছিয়ে রাখতেন।
আমি আমার মাঝে এক শাশ্বত "তুমি" জাগাতে চাই।
আর একটা সময় পর পৃথিবী, তোমার কাছে জানতে চাইবো,
আমার অপ্রাপ্তির জন্য কে দায়ী?
পৃথিবী, তোমার কি কিছুই করার ছিল না?
তুমি কি পারতে না আমাকে একটু ভাল রাখতে?

Sunday, November 15, 2015

বন্দিদশা

বিকেলের ক্লান্তিকর রোদ আমার মুখে এসে পড়েছে,
পিছমোড়া করে মোটা শেকলে আমার দুহাত বাঁধা।
নড়ার শক্তিটুকু নেই,
ক্ষত-বিক্ষত জায়গা গুলো জ্বলছে,
অনেকক্ষণ পর আবিষ্কার করলাম আঙ্গুলের নখগুলো নেই,
পায়ের দিকে তাকাতেই অনেকগুলো ইঁদুর ছুটে পালালো।
গরম নিঃশ্বাস গুলো ক্রমশ ঠাণ্ডা হাওয়া হচ্ছে দিন দিন! 

Saturday, October 10, 2015

মিথ্যেবাদী

শানিত আমার দৃষ্টি দেয়াল
শক্ত আমার হাত,
শেকল ভাঙ্গার শক্তি দেখে
এ পাড়ে দৃষ্টিপাত।

চোয়ালে আমার রক্ত আগুন
পিঠে চাবুক ছটা
শেকল ভাঙ্গার পরেই দেখিস
পরবে তো লাশ কটা।

অন্ধকারে কাঁটার ভেতর
ফুটছে আমার পা,
ছুটছি আমি ভাঙ্গছি কপাট
হচ্ছে না তো ঘা।

মরুভূমির আগুন শত্রু
ঢালাছে মাথায় লাভা,
গোধুলী বেলায় আমার শরীর
দ্বিতীয় সূর্য আভা।

মিথ্যে কথা বলার আগে
ভাবিস শতেক বার,
একটা মিথ্যা খুলে দিলো তোর
হাজার শত্রুদ্বার।

পারবি না দিতে ছিঁটে ফোটা
বলিস কেন সাগর
এক মুখেতে দু' কথা তাই
মারবো মুখে মোহর।

আসছি আমি ভাঙ্গবো তোকে
ছিঁড়বো তোকে হাতে,
হঠাৎ মনে হতেই পারে
মরছি হায়নার দাঁতে।
২৫/১০/২০১৫ইং

Friday, October 9, 2015

বিতৃষ্ণা

সুপ্রসন্ন তুমি দূরে,
অনুমতিহীন ভাবে যখন তুমি মিথ্যে বলো,
অপ্রকাশ্য তোমার কপটতার ঝুলি
অমিমাংষীত তোমার সহানুভুতি; তোমার বিচার,
তুমি ছিলে সংক্ষেপিত আলোর ঝিলিক মাত্র
এক মুহুর্তের জোনাক, বিমূর্ত করা এক শীতল বিজলী,
হঠাৎ হাসি-কান্নার সহচর; দেখোনি চেয়ে একবারও বর্তমানে,
আমি যে এক রাশ উচ্ছাস ছিলাম, এখন নির্জীব প্রতি পানে
তবুও এই আবহে যেন আমি বদলাই, যেন নতুন করে শিখতে পারি,
নতুন করে নিঃশ্বাস নিতে পারি; নতুন করে, আবারই নতুন করে।

Saturday, August 29, 2015

সুপ্রসন্ন তুমি দূরে

সুপ্রসন্ন তুমি দূরে,
অনুমতিহীন ভাবে যখন তুমি মিথ্যে বলো,
অপ্রকাশ্য তোমার কপটতার ঝুলি
অমিমাংষীত তোমার সহানুভুতি; তোমার বিচার,
তুমি ছিলে সংক্ষেপিত আলোর ঝিলিক মাত্র
এক মুহুর্তের জোনাক, বিমূর্ত করা এক শীতল বিজলী,
হঠাৎ হাসি-কান্নার সহচর; দেখোনি চেয়ে একবারও বর্তমানে,
আমি যে এক রাশ উচ্ছাস ছিলাম, এখন নির্জীব প্রতি পানে
তবুও এই আবহে যেন আমি বদলাই, যেন নতুন করে শিখতে পারি,
নতুন করে নিঃশ্বাস নিতে পারি; নতুন করে, আবারই নতুন করে।

Sunday, August 23, 2015

ক্যাকটাসীয় আশা

ক্যাকটাসীয় কিছু আশা নিয়ে অনুরোধ করেছিলাম, দূরে থেকো, এটা ওটা থেকে।
বিধিবদ্ধ কি এমন কোন আবেগের সঞ্চারণ ঘটায়!!!!????
শত অনুরোধ যখন তার পায়ের সামনে নর্দিত!!!
তখন বার বার তার নতুনত্বহীন ভুল আমাকে না আমার সর্বাঙ্গ কাঁদায়!!

Saturday, July 11, 2015

এক ফোঁটা অবহেলা

এই শাশ্বত জীবনের আবেগময় সুহৃদের কোন অবাক করা স্ফুটন!!!!
নেই তার কোন শাচিত মূল্য!!!
এক সাগর ভালবাসার দেবার পর এক ফোঁটা অবহেলাই তার প্রাপ্য!!!

Friday, June 12, 2015

বিরামচিহ্ন

আমি আমার শতেক বারের বিরামচিহ্ন জানি,
অক্ষর হতে কেন আমার সহস্র হাতছানি;
জেনেও আমার বারে বারে বাক্য নিয়ে কাহিনী,
কলম দিয়ে এক টানেতে আমার ইতি টানি!!!

Friday, May 1, 2015

বেহালাবাদক

প্রতিমুহূর্ত ইস্পাত মহর্লোক আর পাতার বাঁশি!!!
হে বেহালাবাদক!!! কি তোমার পরিচয়???
স্পষ্ট বিলাষী কি তোমার মর্মজ্ঞ????
কি চাও তুমি???? কেমন তোমার ভাল হাসি টুকু????
আমায় বিদীর্ণ করে দাও তোমার সুরের মূর্ছাভঙ্গে!!!!

Monday, March 30, 2015

সে কখন হারায়

অনেক কথা যায় না বলা, চেপে যাই শুধু
অনেক শব্দের নেই উচ্চারণ, মরুময় ধুঁ ধুঁ।
অনেক ইচ্ছেরা কান্না হয়ে, আকাশে তাকায়
অনেক ভালোবাসা খুন করে, একপাশে দাঁড়ায়।
সে কখন হারায়।

Saturday, February 28, 2015

সবারই অজানা

একটি পুর্ণাঙ্গ সকালের মধ্যেও থাকে বিতৃষ্ণা,
যা অশান্তি-না পাওয়ার মাঝামাঝি কিছু একটা।
প্রতিশোধের আগুন নিভাই নিজ অক্ষমতাকে দোষারোপ করে,
প্রতিবাদ! তাও করি না,আমি নিশ্চুপ থাকাতে চাই,
একটা সুসময় হয়ত আসবেই, হয়ত আরো হাজার প্রজন্ম পরে।
তারপরও আসবেই।
আক্ষেপই কোন কোন সময়ের সর্বশেষ ঢাল,
ভূস্বামীর কাছে শুধু নির্বিঘ্নে নিঃশ্বাস নেয়ার জন্য প্রার্থনা করি।
তবুও ক্যাকটাসের দুঃখটা ছিল সবারই অজানা!!!

Sunday, February 8, 2015

শুভ প্রার্থনা

একটি মোক্ষম সময়ের অপেক্ষা ছিল।
তুই খুঁজে পাস কিনা তাকে,
এক এক মুহুর্ত করে ভালো থাকা,
আর পূরো জীবনটা এক ছন্দময় জীবনের আবির্ভাব ঘটানো।
অনেকতো ঘুরতিস আমার পেছন পেছন,
সত্যি ছিল কিনা জানি না!
কিন্তু এখন অবান্তর মনে না হওয়ার কারণ খুঁজে পাই না!
তোর কিছু পাগলামি তো আমিও ফিল করতাম; আমিও তো মানুষ
এখনকার সত্যগুলো কেন যেন হরহামেশা বদলে যায়, নতুন সুর ধরে। সত্যগুলো তার কথাই বলে যে বলতে বাধ্য করে। অবাধ্য সত্য খুব কমই পাওয়া যায়।
যাই হোক ফাইনালি গল্পটা নতুন মোড় নিলো। আশা করি এখনকার গল্পটা যেন আর না বদলায়। বিধাতার কাছেই মূল চাবি; আমরা যতই গল্পের স্রষ্টা হই না কেন!!!
ভাল থাক! এটুকই প্রার্থনা!
আর আমি শুধু বিস্তৃত অসাবধানতার মাঝে এক মূঠো সাবধানী ভালোবাসা দেখতে চাই। শুভ হোক তোদের নতুন জীবন! 

Thursday, January 15, 2015

থাকো সুন্দ্রীয় লয়ে

এখনও নিঃশ্বাস নেই, সেই পুরনো নিঃশ্বাস।
দীর্ঘশ্বাস বলি না, ছোট করব না এই অনুভুতিকে।
শব্দহীনতায় পথ চলার মাঝে "তুমি" বেঁচে থাকো।
সবার অট্টহাসি এড়িয়ে আমি আছি, আমি শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো, সর্বশেষ আয়ুষ্কালের শেষ মুহূর্ত পর্যন্ত।
শুধু তুমি র্নিঝঞ্জাট থাকো, থাকো সুন্দ্রীয় লয়ে!!!

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...