বিকেলের ক্লান্তিকর রোদ আমার মুখে এসে পড়েছে,
পিছমোড়া করে মোটা শেকলে আমার দুহাত বাঁধা।
নড়ার শক্তিটুকু নেই,
ক্ষত-বিক্ষত জায়গা গুলো জ্বলছে,
অনেকক্ষণ পর আবিষ্কার করলাম আঙ্গুলের নখগুলো নেই,
পায়ের দিকে তাকাতেই অনেকগুলো ইঁদুর ছুটে পালালো।
গরম নিঃশ্বাস গুলো ক্রমশ ঠাণ্ডা হাওয়া হচ্ছে দিন দিন!
পিছমোড়া করে মোটা শেকলে আমার দুহাত বাঁধা।
নড়ার শক্তিটুকু নেই,
ক্ষত-বিক্ষত জায়গা গুলো জ্বলছে,
অনেকক্ষণ পর আবিষ্কার করলাম আঙ্গুলের নখগুলো নেই,
পায়ের দিকে তাকাতেই অনেকগুলো ইঁদুর ছুটে পালালো।
গরম নিঃশ্বাস গুলো ক্রমশ ঠাণ্ডা হাওয়া হচ্ছে দিন দিন!
No comments:
Post a Comment