একটি মোক্ষম সময়ের অপেক্ষা ছিল।
তুই খুঁজে পাস কিনা তাকে,
এক এক মুহুর্ত করে ভালো থাকা,
তুই খুঁজে পাস কিনা তাকে,
এক এক মুহুর্ত করে ভালো থাকা,
আর পূরো জীবনটা এক ছন্দময় জীবনের আবির্ভাব ঘটানো।
অনেকতো ঘুরতিস আমার পেছন পেছন,
সত্যি ছিল কিনা জানি না!
কিন্তু এখন অবান্তর মনে না হওয়ার কারণ খুঁজে পাই না!
তোর কিছু পাগলামি তো আমিও ফিল করতাম; আমিও তো মানুষ
এখনকার সত্যগুলো কেন যেন হরহামেশা বদলে যায়, নতুন সুর ধরে। সত্যগুলো তার কথাই বলে যে বলতে বাধ্য করে। অবাধ্য সত্য খুব কমই পাওয়া যায়।
যাই হোক ফাইনালি গল্পটা নতুন মোড় নিলো। আশা করি এখনকার গল্পটা যেন আর না বদলায়। বিধাতার কাছেই মূল চাবি; আমরা যতই গল্পের স্রষ্টা হই না কেন!!!
ভাল থাক! এটুকই প্রার্থনা!
আর আমি শুধু বিস্তৃত অসাবধানতার মাঝে এক মূঠো সাবধানী ভালোবাসা দেখতে চাই। শুভ হোক তোদের নতুন জীবন!
এখনকার সত্যগুলো কেন যেন হরহামেশা বদলে যায়, নতুন সুর ধরে। সত্যগুলো তার কথাই বলে যে বলতে বাধ্য করে। অবাধ্য সত্য খুব কমই পাওয়া যায়।
যাই হোক ফাইনালি গল্পটা নতুন মোড় নিলো। আশা করি এখনকার গল্পটা যেন আর না বদলায়। বিধাতার কাছেই মূল চাবি; আমরা যতই গল্পের স্রষ্টা হই না কেন!!!
ভাল থাক! এটুকই প্রার্থনা!
আর আমি শুধু বিস্তৃত অসাবধানতার মাঝে এক মূঠো সাবধানী ভালোবাসা দেখতে চাই। শুভ হোক তোদের নতুন জীবন!
No comments:
Post a Comment