Monday, July 8, 2019

Averageism

জোর করে যেমন ভালোবাসা যায় না তেমনি জোর করে কাউকে বন্ধু বলে জায়গা দেয়া যায় না। যেই চোখে মমত্ববোধ, সহিষ্ণুতা ও শ্রদ্ধাবোধ দেখা না যায়, সেই চোখ বন্ধুর চোখ না। সহকর্মী ও সহপাঠীর উন্নতিতে যার চোখে প্রতিহিংসার ছায়া, সেই চোখের প্রতি বিশ্বাস জন্মানোর চেষ্টা করেছি অনেকদিন। তবে আর পারলাম না। নিজের লক্ষ্য ও উদ্দ্যেশ্য যেখানে ব্যাহত হয় সেখানে কাউকেই রাখা প্রয়োজন মনে করি না। সামনে আমার অনেক কাজ, অনেক স্বপ্ন। নেতিবাচক পেছনে ফেলে ইতিবাচক ও সহিষ্ণু মানুষদের পাশে রাখতে চাই। একঝাঁক স্বপ্ন আর উন্নত চিন্তাভাবনার সঙ্গী হতে চাই। প্রতিযোগী চাই, প্রতিদ্বন্দ্বী নয়। সহিষ্ণু মানুষদের সাথে যোগাযোগ থাকবে। ❤
#Averageism

Monday, July 1, 2019

বিবিএ এর ইন্টার্নশীপ নিয়ে কিছু অভিজ্ঞতা বিনিময় ও প্রশ্ন-উত্তরঃ ১ম পর্ব

ইন্টার্নশীপ একটি শিক্ষনবীশ পর্ব, যা পড়াশুনার একটি অংশ। কখনও অভিজ্ঞতা অর্জনের জন্য একজন গ্রাজুয়েট অবৈতনিক শিক্ষানবীশে অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করে।

কখন ইন্টার্নশীপ করতে হয়?
ফাইনাল ইয়ার অথবা শেষ সেমিষ্টারে ইন্টার্নশীপ করতে হয়।

কীভাবে শুরু করতে হবে?
১/ প্রথমত, যেখানে ইন্টার্নশীপ করতে ইচ্ছুক সেখানে যোগাযোগ করতে হবে।
কখনও ইন্টার্নশীপের আবেদন করতে শিক্ষার্থীকে একটি C.V. জমা দিতে হয়। কিছু ব্যাংক অনলাইনে আবেদন গ্রহণ করে। C.V. দেখে তারা মৌখিক বা লিখিত অনুমতি দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে।
২/ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত ব্যাংক বা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর একটি Forwarding Letter লিখবে। প্রাপ্ত Letter টি ও প্রয়োজনীয় সংযুক্তি যেমন, SSC ও HSC পরীক্ষার Academic Transcript এর ফটোকপি সত্যায়িত, SSC ও HSC পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত ও বিবিএ এর মার্কশীট ও ২-৫ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ব্যাংক বা উক্ত প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এক্ষেত্রে ব্যাংক বা প্রতিষ্ঠানটি যে সকল কাগজ জমা দিতে বলবে শুধুমাত্র সেগুলোই জমা দিতে হবে।
৩/ সবকিছু জমা দেয়ার পরে ব্যাংক বা উক্ত প্রতিষ্ঠানই জানিয়ে দেবে কবে থেকে ইন্টার্নশীপ শুরু হবে।
(অবৈতনিক শিক্ষানবীশে যথেষ্ট শিথিলতা থাকে যা বৈতনিক শিক্ষানবীশে থাকে না, তবে কিছু ব্যাংক ও প্রতিষ্ঠান বাদে সব ব্যাংকই অবৈতনিক)

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...