জোর করে যেমন ভালোবাসা যায় না তেমনি জোর করে কাউকে বন্ধু বলে জায়গা দেয়া যায় না। যেই চোখে মমত্ববোধ, সহিষ্ণুতা ও শ্রদ্ধাবোধ দেখা না যায়, সেই চোখ বন্ধুর চোখ না। সহকর্মী ও সহপাঠীর উন্নতিতে যার চোখে প্রতিহিংসার ছায়া, সেই চোখের প্রতি বিশ্বাস জন্মানোর চেষ্টা করেছি অনেকদিন। তবে আর পারলাম না। নিজের লক্ষ্য ও উদ্দ্যেশ্য যেখানে ব্যাহত হয় সেখানে কাউকেই রাখা প্রয়োজন মনে করি না। সামনে আমার অনেক কাজ, অনেক স্বপ্ন। নেতিবাচক পেছনে ফেলে ইতিবাচক ও সহিষ্ণু মানুষদের পাশে রাখতে চাই। একঝাঁক স্বপ্ন আর উন্নত চিন্তাভাবনার সঙ্গী হতে চাই। প্রতিযোগী চাই, প্রতিদ্বন্দ্বী নয়। সহিষ্ণু মানুষদের সাথে যোগাযোগ থাকবে। ❤
#Averageism
#Averageism