Sunday, February 10, 2019

সাজেক ভ্যালি ভ্রমণ গাইড

"সাজেক ভ্যালী" মেঘের দেশ কিংবা বাংলাদেশের ছাদ। যেটাই বলিনা কেন। অপরুপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই।

ঢাকার ফকিরাপুল থেকে রাত ১০.৪৫ এ শ্যামলী পরিবহনে আমাদের যাত্রা শুরু হয়। আমরা ছিলাম ৯ জন। জন প্রতি ভাড়া ছিলো ৫২০ টাকা। ভোরে বাস কাউন্টারে নামাবে আপনাকে। খাগড়াছড়ি নেমেই ফিরতি টিকেট কেটে রাখবেন। তা নাহলে মহাবিপদে পড়ে যাবেন।
১/ শাপলা চত্বরে চাঁদের গাড়ির দাম চড়া দেখে চলে আসতে হলো দীঘিনালায়। সেখান থেকে সকালের নাস্তা সেরে, চেপে বসলাম চাদের গাড়িতে। এরা সবাই আমার বন্ধুমহল। যেতে যেতে সকল খরচ আপনাদের সাথে শেয়ার করবো। সুতরাং আশা করি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন।
২/ পাহাড় আর ঘন সবুজের মাঝে মেঘের মিতালী দেখতে হলে আপনাকে সাজেক আসতে হবে।
আসার পথে প্রথমেই নামবেন হাজাছড়া ঝর্ণা দেখতে। ঝর্ণার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন বর্ষাকালে।

Saturday, February 9, 2019

বিবাহ তত্ত্বঃ ১ম পর্ব

১/ ইদানিংকালে ধুমধাম করে ১০-১৫ লাখ টাকা খরচ করে বিবাহ-শাদী হচ্ছে। চলছে অসুস্থ প্রতিযোগীতার ছড়াছড়ি। কে কার থেকে বেশি টাকা দেনমোহর আদায় করতে পারে। একদিকে দেনমোহরের নামে চাঁদাবাজি হলেও অবিশ্বাস আর অসুস্থ সমাজ ব্যবস্থার টানাপোড়েনে মেয়ের ভবিষ্যত নির্ধারণ করে এই টাকা।
আবার যৌতুকের জন্য গৃহবধুকে শারীরিক-মানসিক অত্যাচার হরহামেশায় ঘটে চলেছে। হোক সেটা ভালোবাসার বিয়ে কিংবা পরিবারের ঠিক করে দেয়া বিয়ে। মাত্রাতিরিক্ত দেনমোহর যেমন ছেলে পক্ষের জন্য গলার কাটা হয়ে দাঁড়ায়। তেমনি যৌতুক বা যৌতুকের বদলে ছেলে পক্ষের চাওয়া পাওয়া মেয়ে পক্ষের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়ায়।

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...