"সাজেক ভ্যালী" মেঘের দেশ কিংবা বাংলাদেশের ছাদ। যেটাই বলিনা কেন। অপরুপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই।
ঢাকার ফকিরাপুল থেকে রাত ১০.৪৫ এ শ্যামলী পরিবহনে আমাদের যাত্রা শুরু হয়। আমরা ছিলাম ৯ জন। জন প্রতি ভাড়া ছিলো ৫২০ টাকা। ভোরে বাস কাউন্টারে নামাবে আপনাকে। খাগড়াছড়ি নেমেই ফিরতি টিকেট কেটে রাখবেন। তা নাহলে মহাবিপদে পড়ে যাবেন।
১/ শাপলা চত্বরে চাঁদের গাড়ির দাম চড়া দেখে চলে আসতে হলো দীঘিনালায়। সেখান থেকে সকালের নাস্তা সেরে, চেপে বসলাম চাদের গাড়িতে। এরা সবাই আমার বন্ধুমহল। যেতে যেতে সকল খরচ আপনাদের সাথে শেয়ার করবো। সুতরাং আশা করি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন।
২/ পাহাড় আর ঘন সবুজের মাঝে মেঘের মিতালী দেখতে হলে আপনাকে সাজেক আসতে হবে।
আসার পথে প্রথমেই নামবেন হাজাছড়া ঝর্ণা দেখতে। ঝর্ণার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন বর্ষাকালে।
ঢাকার ফকিরাপুল থেকে রাত ১০.৪৫ এ শ্যামলী পরিবহনে আমাদের যাত্রা শুরু হয়। আমরা ছিলাম ৯ জন। জন প্রতি ভাড়া ছিলো ৫২০ টাকা। ভোরে বাস কাউন্টারে নামাবে আপনাকে। খাগড়াছড়ি নেমেই ফিরতি টিকেট কেটে রাখবেন। তা নাহলে মহাবিপদে পড়ে যাবেন।
১/ শাপলা চত্বরে চাঁদের গাড়ির দাম চড়া দেখে চলে আসতে হলো দীঘিনালায়। সেখান থেকে সকালের নাস্তা সেরে, চেপে বসলাম চাদের গাড়িতে। এরা সবাই আমার বন্ধুমহল। যেতে যেতে সকল খরচ আপনাদের সাথে শেয়ার করবো। সুতরাং আশা করি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন।
২/ পাহাড় আর ঘন সবুজের মাঝে মেঘের মিতালী দেখতে হলে আপনাকে সাজেক আসতে হবে।
আসার পথে প্রথমেই নামবেন হাজাছড়া ঝর্ণা দেখতে। ঝর্ণার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন বর্ষাকালে।