Friday, December 7, 2018

চুপিসারে নিরুপায়

চাঁদমুখ খানি সোনায় মুড়িয়ে
রাখার প্রতিজ্ঞা।
কঠিন শাসন চাপিয়ে দিয়ে
করালাম আজ্ঞা।
বিবেক আমায় তাড়িয়ে বেড়ায়
অন্ধকারে কেন?
স্বপ্নের ঘোর কেটে গেলো আজ
ভুল আমি এখনো?

রঙ্গীন চাদরে গল্পগুচ্ছ
মুঠোয় পুড়ে রাখি,
আদর ভালোবাসায় ভরা
কত স্বপ্ন আঁকি।
বিনাশ আমায় তাড়িয়ে বেড়ায়
বেঁচে আছি কেন হায়?
অন্যের মুখে মরণ লেপে
চুপিসারে নিরুপায়।

Thursday, December 6, 2018

নরক ও নারকীয়

প্রবঞ্চনার সুতোয় গাঁথা,
বুকেচাপা কত ব্যথা।
আকুল মনের তিক্ত হাসি,
এড়িয়ে যাওয়া যে সর্বনাশী।
সয়ে যায় প্রাণে বিনাশ দহ,
বিষাদ ছড়াবে আমায় সহ।
যাপিত জীবনে সহজ নেশা,
ভুলে যাবে সেতো দুঃখ ঠাসা।
একটা শান্ত সুদিন আসবে কবে?
প্রাণ পাখি মোর উড়ে যাবে তবে।
প্রতিহিংসার চরমে মলিন,
চুপিসারে কেউ মৃত্যু বিলীন।
বেঁচে আছে যারা উচ্চ শিরে,
পাঁজরে আঘাত কিছুক্ষণ পরে।
বিবেক যেন মরে গেছে আজ,
লালসার ভিড়ে সয়ে গেছে লাজ।
চিৎকার কেউ শোনে না আর,
বন্ধ সেদিন নিজ দুয়ার।
শান্ত সুদিন আসলো পরে,
"নরক" নামের সুর ধরে।
(৬/১২/১৮)
আসিফ শেহজাদ
আত্মহত্যা কারোরই কাম্য নয়। তবে আত্মহত্যার শেষ আশ্রয় নরক।

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...