আমার কাছে যা সহজ আর সাবলীল তা সমাজের কাছে অর্থ উপার্জনের মূল হাতিয়ার না। "ভাল গানের গলা, খন্ডকালীন অভিনয় বা লেখালেখি দিয়ে পাঠকের মন তুষ্টি অর্জন" এসব দিয়ে কি আর অর্থ সম্পদের মুখ দেখা যায়? তবে সম্মানটা টাকা দিয়ে কেনা যায় না।
Friday, May 11, 2018
Sunday, May 6, 2018
পোড়া ধূপ
হাজার ভিড়ের মাঝে তুমি,
হে মোর প্রমীলা দেবী,
সূর্য ভেবে পরম সুখে
আপন করলো কবি।
না বলা এক ভালবাসা
গড়ে দিলো বুক জুড়ে,
কবির জবানে প্রস্তাব দানে
উড়ে গেলো সব ঝড়ে।
চুপসানো মোর ভালোবাসা হায়
লুণ্ঠিত দুয়ারে তোমার,
আমরা তো ভাই অজাত সংসারী
সামলাই মোরে আবার।
গানের মাঝে তোমায় রাখি
ভাবো; সবই সত্য কিনা!
মিথ্যার সাথে লড়েছি বলেই
আজ বিত্ত-বৈভব বিনা।
আমার সরল কাশবন আজ
লুটায়ে তোমায় পায়ে,
তুমি রেগে বলো করছো একি!
ডানে যাবে নাকি বাঁয়ে।
যে হরিনীর চোখ আমার
মন নিলো যে কেড়ে,
ফিরিয়ে দেবে অনাথ হেতুতে
কি ভীষণ; হাল ছেড়ে!
রাতের আঁধারে আমার শুভ্রা
কিংবা প্রমিলা দেবী,
ভালোবাসবো কারেই বলো?
ভেতরেতে যার ছবি?
ছবির মতন দেখেই বলে
আসলাম কত আশায়,
ফেরার জন্য কিছু লাগে না
ভবিষ্যৎ নিয়ে শাসায়।
চোখের প্রেমে মগ্ন আমি
হাত বাড়িয়ে আমি তখনও,
তুমি বলো; পথ ছাড়ো নি?
নিচুমান তুমি; বসে আছো এখনও।
শুভ কামনা করি না তোমার
বলি; বেশি ভালো থাকো খুব,
আমার ছায়াটি মুছে যাক আজি
হয়ে থাক পোড়া ধূপ।
৫/৫/১৮
হে মোর প্রমীলা দেবী,
সূর্য ভেবে পরম সুখে
আপন করলো কবি।
না বলা এক ভালবাসা
গড়ে দিলো বুক জুড়ে,
কবির জবানে প্রস্তাব দানে
উড়ে গেলো সব ঝড়ে।
চুপসানো মোর ভালোবাসা হায়
লুণ্ঠিত দুয়ারে তোমার,
আমরা তো ভাই অজাত সংসারী
সামলাই মোরে আবার।
গানের মাঝে তোমায় রাখি
ভাবো; সবই সত্য কিনা!
মিথ্যার সাথে লড়েছি বলেই
আজ বিত্ত-বৈভব বিনা।
আমার সরল কাশবন আজ
লুটায়ে তোমায় পায়ে,
তুমি রেগে বলো করছো একি!
ডানে যাবে নাকি বাঁয়ে।
যে হরিনীর চোখ আমার
মন নিলো যে কেড়ে,
ফিরিয়ে দেবে অনাথ হেতুতে
কি ভীষণ; হাল ছেড়ে!
রাতের আঁধারে আমার শুভ্রা
কিংবা প্রমিলা দেবী,
ভালোবাসবো কারেই বলো?
ভেতরেতে যার ছবি?
ছবির মতন দেখেই বলে
আসলাম কত আশায়,
ফেরার জন্য কিছু লাগে না
ভবিষ্যৎ নিয়ে শাসায়।
চোখের প্রেমে মগ্ন আমি
হাত বাড়িয়ে আমি তখনও,
তুমি বলো; পথ ছাড়ো নি?
নিচুমান তুমি; বসে আছো এখনও।
শুভ কামনা করি না তোমার
বলি; বেশি ভালো থাকো খুব,
আমার ছায়াটি মুছে যাক আজি
হয়ে থাক পোড়া ধূপ।
৫/৫/১৮
Subscribe to:
Posts (Atom)
নতুনে ভুলি নাই
তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...
-
" সাজেক ভ্যালী " মেঘের দেশ কিংবা বাংলাদেশের ছাদ। যেটাই বলিনা কেন। অপরুপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। ঢাকার ফকিরাপুল থেকে রাত ১০...
-
কপাট তোর বন্ধ যে হায়! হারিয়ে যেতে শুধু যে মন চায়। দূর দেশে এক ভিনগ্রহে, শুন্য সেথায় প্রেম-মোহে। একলা তুই আর আমি দোসর, ফুল পাখি আর গানের ...
-
ইন্টার্নশীপ একটি শিক্ষনবীশ পর্ব, যা পড়াশুনার একটি অংশ। কখনও অভিজ্ঞতা অর্জনের জন্য একজন গ্রাজুয়েট অবৈতনিক শিক্ষানবীশে অংশগ্রহণ করে অভিজ্ঞতা ...