Sunday, April 22, 2018

আত্মজ্ঞানী

প্রত্যেক মানুষের একটি কেন্দ্রীয় আত্মজ্ঞানের ভাণ্ডার থাকে। আত্মজ্ঞানীরা সমাজের ক্ষতিকর প্রাণী হয় না। কারণ অভিজ্ঞতা ও বয়স তাকে তিক্ত পরিস্থিতিতে ফেলে শিক্ষা দান করে। সমাজের কীট-পতঙ্গ চিনতে সহায়তা করে। দরুণ পরিণতি থেকে উদ্ধার হওয়া শেখায়। আর সঙ্গী হয়ে সহায়তা করে "সময়"। নিজেকে কিছুই করতে হয় না। সব কিছুর উত্তর "সময়" প্রদান করে। এটা প্রকৃতিগত সৃষ্টিশীলতাও বলা যেতে পারে। একদিন সব বদলে যাবে সেই আত্মজ্ঞানের সাধনে। তখনই মূলত উপঢৌকন ও উপলব্ধি কে আলাদা করা যাবে। হয়ত উপলব্ধিকারীকে "সময়" কোন সহায়তা দেবে না। আত্মজ্ঞানের সাধকরা এই আশাটুকু করতেই পারে।

আত্মজ্ঞানের ইতিকথা

প্রত্যেক মানুষের একটি কেন্দ্রীয় আত্মজ্ঞানের ভাণ্ডার থাকে। আত্মজ্ঞানীরা সমাজের ক্ষতিকর প্রাণী হয় না। কারণ অভিজ্ঞতা ও বয়স তাকে তিক্ত পরিস্থিতিতে ফেলে শিক্ষা দান করে। সমাজের কীট-পতঙ্গ চিনতে সহায়তা করে। দরুণ পরিণতি থেকে উদ্ধার হওয়া শেখায়। আর সঙ্গী হয়ে সহায়তা করে "সময়"। নিজেকে কিছুই করতে হয় না। সব কিছুর উত্তর "সময়" প্রদান করে। এটা প্রকৃতিগত সৃষ্টিশীলতাও বলা যেতে পারে। একদিন সব বদলে যাবে সেই আত্মজ্ঞানের সাধনে। তখনই মূলত উপঢৌকন ও উপলব্ধি কে আলাদা করা যাবে। হয়ত উপলব্ধিকারীকে "সময়" কোন সহায়তা দেবে না। আত্মজ্ঞানের সাধকরা এই আশাটুকু করতেই পারে।

Tuesday, April 10, 2018

কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিছু কথা

আন্দোলনটা কোটা বিরোধী নাকি কোটা সংস্কার সেটা নিয়েই তো কোন্দল। আর মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হাসাহাসি করছেন কিংবা উপহাস করছেন সেটার কোন যৌক্তিক কারণ আছে কি? শারীরিক প্রতিবন্ধী কিন্তু মেধা আছে। তারা কি চাকুরী পাবে না? তবে হ্যাঁ কোটা পদ্ধতির সংস্কার দরকার। ৩০% মুক্তিযোদ্ধা কোটার বেশিরভাগই শুণ্য কোটা থেকে যায়।আর আমিও একজন মুক্তিযোদ্ধার গর্বিত দৌহিত্র। এডমিশন পরীক্ষাতে কোটা ব্যবহার করিনি। করলে হয়তো চান্স পেতাম। যোগ্যতার অভাবে ভর্তিযুদ্ধে হেরে যাই। তবে অন্তত মুক্তিযোদ্ধা কোটা নিয়ে উপহাস না করা উত্তম। কারণ সেই মুক্তিযোদ্ধা পরিবার দাদা, নানা হারায়নি, হারিয়েছে ঘরবাড়ি হারিয়েছে সব। ঠান্ডা মাথায় ভাবুন আর সংস্কারের আন্দোলন করুন, মুক্তিযুদ্ধকে ছোট করে নয়।

Monday, April 9, 2018

একা

দিন-খন একা যার, নির্ঘুম একা তার
যখন বিছানায় পড়া,
কথাহীন কাব্য, অলিখিত শ্রাব্য
যখন আমি আধমরা।
চেনা সুখ অচেনা, অপেক্ষারা ঘোচেনা
কবে যাবো বাড়ী,
সুন্দর সুস্থ, সকাল কবে দেখবো
দেখবো কাজের সারি।

ব্যস্ততা ভালো রাখে,
সব থেকে খুব
অশান্তির মৃতমেলা
থেকে দেয় ডুব।
9/4/17

Wednesday, April 4, 2018

নারী

নরম কথার সাধক সেজে
নিয়মিত নারী নত,
নরক হয়ে দেখিয়ে দিলে
নিঠুর হায়রে কত!

নম্র আচার ব্যবহারে
নিরব প্রতিশোধ,
নর জাতির শক্ত ভাঙ্গা
নিয়তিরই অবোধ।

নখ তোমার প্রখর খুব
নিন্দা করা ভুল,
নম হাতে কবুল করে
নিলামে আজ মূল।

নন্দিত আজ অবলাজাতি
নিন্দিত কেন নর?
নতুন গানে নেচে বেড়ায়
নিকষ কালো জড়ো।

নবাবজাদি জুটলে ভাগ্যে
নিরবে বাঁচা মরা,
নম্র হয় নর জাতি
নিত্য শোষণে ধরা।

নসিবে কার কি যে আছে
নিমেষ নাকি সুখ,
নবাগত যে আসবে আমার
নিষ্পাপ তোর মুখ।

নব আলোয় কামনা আমার
নিত্য হোক চলাচলে,
নবাব হয়ে বেড়ে ওঠ তবে
নিয়মিত প্রাণাঞ্চলে।
২১/০৪/১৮

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...