Thursday, November 9, 2017

সইছি অবহেলা

জলাঞ্জলি দিয়েই না হয়
নতুন কোন সকাল,
অনেক সন্ধ্যা যাক কেটে যাক
স্বপ্ন না হোক অকাল।
বারংবারই অপবাদ আর
মিথ্যে নিয়ে খেলা,
প্রভু তুমি দেখছই তো
সইছি অবহেলা।
ধৈর্য নিয়ে টিকে থেকে
হাসি মুখে হারা,
সময় আমায় মারছে যেন
সপাটে চাবুক দোরা।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...