Wednesday, July 5, 2017

যান্ত্রিক যোগে

নিয়নের আলোতে যান্ত্রিক সুখ
পুড়িয়ে হৃদয়ের আবেগে,
শতক্রোশে বুনি স্বপ্নজাল
ক্ষয়ে যায় বাঁচার আগে।

চোখ বুজে কতশত
স্বপ্ন দেখার ঘোর,
এই বুঝি মোর স্বপ্ন ভাঙ্গলো
যান্ত্রিক কোন চোর।

স্বপ্ন দেখি ধুলোহীন পথে
আমার গড়া তাজ,
যান্ত্রিক মনে গড়ি আর ভাঙ্গি
এই প্রজন্মের কাজ।

স্বপ্ন দেখি কারো হাত ধরে
মেঠো পথ হাঁটি দুজন,
যান্ত্রিক যোগে একত্র হই
অপরিচিত তবু-ও কি সুজন?

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...