Sunday, June 18, 2017

দুঃ

দুঃশাসনের কপাট ভেঙ্গে, শক্ত হাতে যুদ্ধ,
দুর্দিনের শেকল ছিঁড়ে, আবার কারারুদ্ধ।
দুর্বিষহে জ্বলছে শরীর, পুড়ছে গায়ের পশম,
দুঃসহের চাবুকনামায়, কাটছে দিন আজ দশম।
দুর্বল হয়ে শরীর জুড়ে, বিষের কাঁটার দাগ,
দুমড়ানোহীন কয়েদি আমি, কমছে না যে রাগ।
দুর্বার আমার নিঃশ্বাস, রক্তিম শোকে ক্রুদ্ধ,
দুর্দমনীয় আমার জেদ, তাই বলে অবরুদ্ধ।
দুর্নিবার শেষের দিনে, আমার শরীরে ব্যধি,
দুপক্ষের যুক্তি শুনেও, আদালতে আমি অপরাধী।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...