কপাট তোর বন্ধ যে হায়!
হারিয়ে যেতে শুধু যে মন চায়।
দূর দেশে এক ভিনগ্রহে,
শুন্য সেথায় প্রেম-মোহে।
একলা তুই আর আমি দোসর,
ফুল পাখি আর গানের আসর।
তোর ছন্দে থাকবে মুক্তির গান,
মৃদ্যুমন্দে গড়বে নিরুত্তেজ প্রাণ।
(২৮/০৬/১৭)
হারিয়ে যেতে শুধু যে মন চায়।
দূর দেশে এক ভিনগ্রহে,
শুন্য সেথায় প্রেম-মোহে।
একলা তুই আর আমি দোসর,
ফুল পাখি আর গানের আসর।
তোর ছন্দে থাকবে মুক্তির গান,
মৃদ্যুমন্দে গড়বে নিরুত্তেজ প্রাণ।
(২৮/০৬/১৭)