Monday, May 29, 2017

তুমি ফুরায়ে গিয়েছো কবে

তুমি ফুরায়ে গিয়েছো কবে
আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ
হারিয়ে যাবার গল্পে
কে আগে? কে পরে?
শুন্য আকাশ তলে আমি একজন, একা।
তোমারি আশাতে ছিলেম কত,
ভুল বুঝে শোনোনি,
আমি মিছে মিছে হারিয়ে পথ
নতুনে মিলেছি কবে।
তবু তোমাতে রয়ে গিয়েছি।
নতুনে ভুলি নাই।

Thursday, May 18, 2017

পাপ


নির্বোধ পাপীয়সী আমি, নিশ্চিত বিপথগামী
নিমগ্ন আছি কোন ভুলে, নিশ্চলে আমি।
নির্দিষ্ট সুখে চোখ বুজি, নিয়নের আলোতে
নিকটে বিষম বিপদ, নিয়তির আমোদে।
নিকষ কালো সামনে, নিশ্চিহ্ন মোর পরলোক
নিখাদ পূর্ণ্যে শেষ বয়সে, নিজ কল্যাণে করি যোগ।
নির্মল রাখতে কত চেষ্টা, নিপাত যেতে চাই না
নিষ্কলুষ থাকি বুড়োটে যখন, নিরাশ হয়ে যাই না।
নিরাপদ কি তরুণ বয়সে! নির্দোষ ছিলাম কি সত্যি?
নিয়মের বাহিরে থেকেছি কত, নিবদ্ধ ছিল না দস্যি।
নিখুঁত করে হয় না শুরু, নিষ্পাপ কতজনে?
নিদগ্ধ হয়ে বেঁচে মরা যেন, নির্বিষ প্রতিক্ষণে।
নিস্পন্দ বিবেকহীন আমি, নির্বাক কেন সময়ে?
নির্বিঘ্ন থাকি শত কোন্দলে, নিয়োগ হই প্রণয়ে।
নিশ্চুপ থাকি চারপাশ দেখে, নিমিত্ত ফলাফলে
নিখিল ভুবনে কত অশান্তি, নিহতরা আড়ালে।
নিয়মিত ধর্ম থেকে দূরে, নিকাশ করে অনেক পরে
নিরুপায় মন সান্ত্বনা খোঁজে, নিবেদিত মন সেজদা করে।
১৮/৫/১৭
(অসমাপ্ত)

Monday, May 15, 2017

স্মৃতিভ্রম

বীরদর্পে এগিয়ে চলা অশ্বারোহী জোহরা হারিয়ে গেছে,
ভালোবাসায় অতৃপ্ত বিলাসীও নেই,
অপুর হৈমন্তীর ইংরেজি কবিতার বইটা ঠিকই আছে; হৈমটা মরে গেছে।
টুনির সেই চঞ্চলতাও মরে গেছে, বেঁচে নেই।
ইব্রাহিম কাদ্রি, মৃত্যুঞ্জয়, অপু আর মন্তুদের কেউই পারেনি তাদের বাঁচাতে আর নিজেরাও বাঁচতে।
ট্রাজেডি থেকে আমিও পারি না নিজেকে উদ্ধার করতে। এখনও সেই চরিত্রগুলো ওলোটপালট করে দেয় সব।

Thursday, May 11, 2017

খেয়ালহীন

জগতহীন পথে চলাচল,
একা সে রাস্তায় নেই কেউ।
হারিয়ে গেছে সেই নাম
যে চেনা ছিলো সে-ও।
যাযাবরের জীবন শুরু তখনই,
বিদ্রুপের পাত্র সর্বদা যখনই।

ঘড়ির কাঁটার সহজ চলা
দেখতে লাগে ভালো,
সিক্ত চোখ সানগ্লাসে তার
ঢাকা চোখের কালো।
অন্তরণের বিপদ শিকল জড়ানো যে পা-য়,
অবাক করা যন্ত্রণারা মরতে না যে চায়!

ছুপিয়ে থাকা নিকষ কালো,
ছড়ানো না শান্তি।
তোমার তোলা গল্প ছিলো,
নিছক এক ভ্রান্তি।
আজও সবার আমি টুকু পায় না স্বস্তি,
কঠিন হিসাব করে আর হয় না দোস্তি।

ডুবে যাওয়া তরীটা আর,
জাগে না শতেক চেষ্টায়।
সমাধানের কঠিন পথে,
সত্যরা থাকে তেষ্টায়।
আজও ভাঙ্গে না রাতের দীর্ঘ,
তবু আশায় থাকি আসবে স্বর্গ।

ঘুমিয়ে থাকা জড়তাটুকু,
ভাঙ্গুক অনেক আগে।
বিমুখ থাকা চিন্তা সকল,
হৃদয় না কাটুক দাগে।
এখন আশায় বুক বেঁধে যাই,
যেখানে দুঃখরা কেউ নাই।
১১/৫/১৭ রাত ১২.২১

Sunday, May 7, 2017

বন্ধু তুই কই?

বন্ধু তোরে খুঁজি আজো
হারিয়ে গেলি কই?
আজ যে আমি খুব একা
সঙ্গীহীন রই।
তোর সাথে সেই বিকেল বেলা
খেলার মাঠে দেখা,
মাঝে মাঝে এক মনেতে
তোরই ছবি আঁকা।
আমি যখন বৃষ্টির দিনে
একলা আকাশ দেখি,
দরজায় তুই নাড়িস কড়া
আমি বলি সেকি।
নিজের তোয়ালে দিয়ে তোর
যত্নে মুছি মাথা,
তুই যে বলিস রাখ তো ছাই
শোননা আগে কথা।
কেরাম খেলায় হারতে যাবো
জিতিয়ে দিস আমায়,
রেড কভারে আমার খুশি
আছে কে যে থামায়।
আমার ভীষণ একলা দিনে
তোকেই খুঁজি রোজ,
কেন তুই হারিয়ে গেলি
নেসনা আর খোঁজ।
ইশকুলের সেই ফটক ছেড়ে
এলাম কলেজেতে,
নতুন বন্ধু খোঁজার তালেই
বছর গেলো কেটে।
শেষ বছরে অকারণেই
হলো ভীষণ ঝগড়া,
বন্ধুহারা কলেজ থেকেই
হলো বন্ধুর খরা।
কলেজ শেষে ভর্তিযুদ্ধে,
হলো নাতো ঠাঁই,
বিদ্যাপীঠের দ্বার বন্ধ হলো
পেলাম না রেহাই।
টাকার বলি পরলো যে হায়,
সহজ পিতার ঘাড়ে।
তবুও সে বন্ধু হয়ে
ফেরায়নি আমারে।
নতুন জীবনে নতুন করে
আবার বন্ধু খোঁজা,
ইসকুলেরই সেই সরল বন্ধু
পাওয়া কি এতই সোজা?
তার ছিলো না কোন চাওয়া
না ছিলো অভিযোগ,
আমার সকল কথার পিঠে
করতো না অনুযোগ।
পরীক্ষণের দিনগুলোতে
আমি যেন সবার ভাই,
বুকে জড়িয়ে কতো আবেগ!
তিন ঘন্টা পর কেউ নাই।
দরকারে যখন অস্থির আমি
কেউ এলোনা এগিয়ে,
তুই থাকলে ঠিকই আসতি
তোর অশ্রু পড়তো বেয়ে।
নুঁয়ে থাকা নিমের তলায়
তুই আছিস শুয়ে,
প্রতিবছরই আসি আমি
দেখতে তোকে অনুনয়ে।
মরে যাওয়া তুই আমার মাঝেতে
বাঁঁচবি সারা জীবন,
বন্ধুত্বের ঋণ চাই না শোধতে
শ্রদ্ধাবোধের স্মরণ।
৭/৫/১৭

Wednesday, May 3, 2017

ইতিবৃত্তি

কবি মরে কাঁটার বিষে, দেয় না আত্মাহুতি,
ধীরে ধীরে তার সব মরে যায়, নিঃশেষ হয় দ্রুতি।
ভাবনার স্রোতে একেক সময়, জোয়ার ভাটার টান,
চোখের সামনেই কত শেষ হলো, আহত খানখান।
থাকে না ভালো সময়গুলো, সহস্র অসমান,
যায় না শোধানো ভুল গুলো, নিশ্চলে সয় অপমান।
বিবাদী পারে না প্রমাণ মিলাতে, পারে না যুক্তি বুদ্ধি,
যা-ই বলে তাই মাথা পেতে নেয়া, একটু ভুলের শুদ্ধি।
আহত হৃদয় মুখোশ পড়ে, ভালো আছে সে খুব,
নিঁচু মাথা তাঁর অশ্রু মুছে, দেয় অন্যত্র ডুব।
নিরব হয়ে চলে যাবো যেদিন, থামবে কলমের কালি,
কন্ঠে আর বাজবে না গান, থাকবে যে ঘর খালি।
তাদের দাবীতে জীবন বাঁচাই, জীবন বাঁচাতে খুঁজি পথ,
আটকে আছি সত্য খুঁজতে, তাই বার বার থামে রথ।
আমার কি দোষ? মন তো মানে না, মানে না ক্লান্তিভক্তি,
কবে মিলবে এলোমেলো গল্প, পাবো সমাধান আর মুক্তি?
চিরজীবী হোক তাদের চলা, যারা পাছে টেনে ধরে আগে,
ক্ষমার্হ গুণে ধুয়ে দিয়ো ভাই, যদি হৃদয়ে কাটি দাগে।
ভয়ানক হবে সেই দিনগুলো, মরেও বেঁচে থাকবো,
না পারবো লিখতে কিছু, এক মনে হয়ত আঁকবো।
খোদা না চাহেন এমন দিন, না আসুক তকদীরে,
শীতল হাসিতে চক্ষু বুজবো, শত মানুষের ভীড়ে।

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...