তুমি ফুরায়ে গিয়েছো কবে
আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ
হারিয়ে যাবার গল্পে
কে আগে? কে পরে?
শুন্য আকাশ তলে আমি একজন, একা।
তোমারি আশাতে ছিলেম কত,
ভুল বুঝে শোনোনি,
আমি মিছে মিছে হারিয়ে পথ
নতুনে মিলেছি কবে।
তবু তোমাতে রয়ে গিয়েছি।
নতুনে ভুলি নাই।
আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ
হারিয়ে যাবার গল্পে
কে আগে? কে পরে?
শুন্য আকাশ তলে আমি একজন, একা।
তোমারি আশাতে ছিলেম কত,
ভুল বুঝে শোনোনি,
আমি মিছে মিছে হারিয়ে পথ
নতুনে মিলেছি কবে।
তবু তোমাতে রয়ে গিয়েছি।
নতুনে ভুলি নাই।