Saturday, July 23, 2016

ষড়তা

ইতিহাসের কোন কবিই গোছালো ছিল না। কারো কল্পনা ভেঙ্গে গিয়েছিল আর
কেউ বাস্তবতার ষড়তায় মূষড়ে গিয়েছিল। আক্ষেপ ছিল বলেই লিখতে পেরেছে,
গাইতে পেরেছে, জীবনের গল্পগুলো পাতায় জীবন্ত করতে পেরেছে।
দীর্ঘনিঃশ্বাসগুলো নিজের মধ্যে আটকে রেখেছে মৃত্যুর আগ পর্যন্ত।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...