ইতিহাসের কোন কবিই গোছালো ছিল না। কারো কল্পনা ভেঙ্গে গিয়েছিল আর
কেউ বাস্তবতার ষড়তায় মূষড়ে গিয়েছিল। আক্ষেপ ছিল বলেই লিখতে পেরেছে,
গাইতে পেরেছে, জীবনের গল্পগুলো পাতায় জীবন্ত করতে পেরেছে।
দীর্ঘনিঃশ্বাসগুলো নিজের মধ্যে আটকে রেখেছে মৃত্যুর আগ পর্যন্ত।
কেউ বাস্তবতার ষড়তায় মূষড়ে গিয়েছিল। আক্ষেপ ছিল বলেই লিখতে পেরেছে,
গাইতে পেরেছে, জীবনের গল্পগুলো পাতায় জীবন্ত করতে পেরেছে।
দীর্ঘনিঃশ্বাসগুলো নিজের মধ্যে আটকে রেখেছে মৃত্যুর আগ পর্যন্ত।