Saturday, July 23, 2016

ষড়তা

ইতিহাসের কোন কবিই গোছালো ছিল না। কারো কল্পনা ভেঙ্গে গিয়েছিল আর
কেউ বাস্তবতার ষড়তায় মূষড়ে গিয়েছিল। আক্ষেপ ছিল বলেই লিখতে পেরেছে,
গাইতে পেরেছে, জীবনের গল্পগুলো পাতায় জীবন্ত করতে পেরেছে।
দীর্ঘনিঃশ্বাসগুলো নিজের মধ্যে আটকে রেখেছে মৃত্যুর আগ পর্যন্ত।

নিরব প্রার্থনা

একটি পুর্ণাঙ্গ সকালের মধ্যেও থাকে বিতৃষ্ণা,
যা অশান্তি-না পাওয়ার মাঝামাঝি কিছু একটা।
প্রতিশোধের আগুন নিভাই নিজ অক্ষমতাকে দোষারোপ করে,
প্রতিবাদ! তাও করি না,আমি নিশ্চুপ থাকাতে চাই,
একটা সুসময় হয়ত আসবেই, হয়ত আরো হাজার প্রজন্ম পরে।
তারপরও আসবেই।
আক্ষেপই কোন কোন সময়ের সর্বশেষ ঢাল,
ভূস্বামীর কাছে শুধু নির্বিঘ্নে নিঃশ্বাস নেয়ার জন্য প্রার্থনা করি।
তবুও ক্যাকটাসের দুঃখটা ছিল সবারই অজানা!!!

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...