Sunday, April 24, 2016

আমি...

স্কেচ ভরা রূপোর আলো,
আমি একপাশের ব্রিশ্চিক মুখপাত্র।
আমার শক্তি আমার মাঝে
দেইনি, দেবো না বিলিন হতে!!!

আমি শক্ত প্রকোষ্ঠ হাতে বেয়ে উঠছি পাহাড়,
আমি এই দশকেই চুড়মাড় করবো আমার যত আধাঁর।

আমি স্পষ্ট ভাষায় লিখছি গান,
কবিতার মত সুর।
বিদ্রোহী হয়ে যখন জ্বলে উঠি আমি
পেরোই শত দূর।

আমি রক্তিম কাঞ্চন আমার হাতেই রাখতে চাই।
কারণ শত বঞ্চনা মাঝেও তুমি শিখিয়ে সুন্দীয় অন্তর্লীণ

Tuesday, April 19, 2016

রাখছো ধোকায়

আমি ধ্রুম্প্র সাগর চঞ্চল,
অন্ধ তুমি দোর খোল।
আমার পথের কাঁটা-তুলো
থাকলে ভাল আমায় ভূলো।
সন্দীপনের দিকটা তোমার; রাখছো আমায় ধোকায়,
যাচ্ছে তাই করবে-করো; করছো কেয়ার থোরায়!!!!

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...