স্কেচ ভরা রূপোর আলো,
আমি একপাশের ব্রিশ্চিক মুখপাত্র।
আমার শক্তি আমার মাঝে
দেইনি, দেবো না বিলিন হতে!!!
আমি শক্ত প্রকোষ্ঠ হাতে বেয়ে উঠছি পাহাড়,
আমি এই দশকেই চুড়মাড় করবো আমার যত আধাঁর।
আমি স্পষ্ট ভাষায় লিখছি গান,
কবিতার মত সুর।
বিদ্রোহী হয়ে যখন জ্বলে উঠি আমি
পেরোই শত দূর।
আমি রক্তিম কাঞ্চন আমার হাতেই রাখতে চাই।
কারণ শত বঞ্চনা মাঝেও তুমি শিখিয়ে সুন্দীয় অন্তর্লীণ
আমি একপাশের ব্রিশ্চিক মুখপাত্র।
আমার শক্তি আমার মাঝে
দেইনি, দেবো না বিলিন হতে!!!
আমি শক্ত প্রকোষ্ঠ হাতে বেয়ে উঠছি পাহাড়,
আমি এই দশকেই চুড়মাড় করবো আমার যত আধাঁর।
আমি স্পষ্ট ভাষায় লিখছি গান,
কবিতার মত সুর।
বিদ্রোহী হয়ে যখন জ্বলে উঠি আমি
পেরোই শত দূর।
আমি রক্তিম কাঞ্চন আমার হাতেই রাখতে চাই।
কারণ শত বঞ্চনা মাঝেও তুমি শিখিয়ে সুন্দীয় অন্তর্লীণ