Sunday, November 15, 2015

বন্দিদশা

বিকেলের ক্লান্তিকর রোদ আমার মুখে এসে পড়েছে,
পিছমোড়া করে মোটা শেকলে আমার দুহাত বাঁধা।
নড়ার শক্তিটুকু নেই,
ক্ষত-বিক্ষত জায়গা গুলো জ্বলছে,
অনেকক্ষণ পর আবিষ্কার করলাম আঙ্গুলের নখগুলো নেই,
পায়ের দিকে তাকাতেই অনেকগুলো ইঁদুর ছুটে পালালো।
গরম নিঃশ্বাস গুলো ক্রমশ ঠাণ্ডা হাওয়া হচ্ছে দিন দিন! 

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...