Monday, March 28, 2022

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে
আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ
হারিয়ে যাবার গল্পে
কে আগে? কে পরে?
শুন্য আকাশ তলে আমি একজন, একা।
তোমারি আশাতে ছিলেম কত,
ভুল বুঝে শোনোনি,
আমি মিছে মিছে হারিয়ে পথ
নতুনে মিলেছি কবে।
তবু তোমাতে রয়ে গিয়েছি।
নতুনে ভুলি নাই।

নিরুত্তেজ প্রাণ

কপাট তোর বন্ধ যে হায়! 
হারিয়ে যেতে শুধু যে মন চায়। 
দূর দেশে এক ভিনগ্রহে, 
শুন্য সেথায় প্রেম-মোহে। 
একলা তুই আর আমি দোসর,
ফুল পাখি আর গানের আসর। 
তোর ছন্দে থাকবে মুক্তির গান, 
মৃদ্যুমন্দে গড়বে নিরুত্তেজ প্রাণ। 
(২৮/০৬/১৭)

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...