Saturday, November 17, 2018

মৃত্যুকামনা

মৃত্যু কখন কাকে গ্রাস করে কেউই জানি না আমরা। তবে সুন্দর মৃত্যু ক'জনের ভাগ্যে থাকে? যে মৃত্যুর পর অনেক মানুষের ভালোবাসায় সিক্ত হয়, যে মৃত্যুর পর সবার অন্তরের অন্তস্থঃতল থেকে আবেগের বহিঃপ্রকাশ ঘটে, সেই মৃত্যুই তো সৌভাগ্যের। সবার সাথে হাসিখুশি থাকার পর রাতে চোখ বুজে যাওয়া কিংবা তাহাজ্জুদ পরা অবস্থায় মৃত্যু সবার কপালে জোটে না। সকালে তার নিথর দেহ দেখে কারো আফসোস হোক বা না হোক৷ অন্তত মৃত আত্মার আফসোস থাকে না, শান্তি পায়, তার উপর কারো দেনা পাওনা নেই। সবার সাথে দেনা পাওনা মিটানোর পর কিংবা ভুল ভ্রান্তি, ভুল বোঝাবুঝির অবসান হলে মৃত্যুকে খুব মনে পড়ে আমার। কারণ তখন অন্তত কারো রাগ বা ক্ষোভ থাকবে না আমার উপর।
চোখ বুজে নজরুলের লেখা লাইনগুলো মনে পড়ে,

"আমি চিরতরে দূরে চলে যাব
তবু আমারে দেব না ভুলিতে
আমি বাতাস হইয়া জড়াইব কেশ
বেণী যাবে যবে খুলিতে।"

মৃত্যু কামনা করা পাপের। তবে খোদা তায়ালা সুন্দর মৃত্যু দেক সেটা কামনা করা অন্যায় না।

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...