Wednesday, July 11, 2018

পতিতা

হারায় সকাল হারায় সতেজ
একাগ্র একাকীত্ব,
শতেক বার লাঞ্ছিত সে
হারায় সতীত্ব।
সুশীল সমাজ একঘরে করে
দেয় বার বার গালি,
আঁধার হলেই কিছু সুশীল
মদের দোকানে হাতে তালি।
অনেক কঠিন পাথর চেপে
কেউ নামে এই পথে,
কার মন চায় নিম্ন হতে
লালসা কামনা ছুঁতে?

বিয়ের পর যেই বঁধুর
ঘর বাঁধার ইচ্ছে,
যে-ই স্বামী তার দেখালো স্বপ্ন
সে-ই কুঁড়েকুঁড়ে খাচ্ছে।
মিথ্যে জবানবন্দি দিয়ে
বেঁধে রাখে একঘরে,
"সর্বনাশী তুই" আখ্যাকারীদের
অপেক্ষায় থাকে বাইরে।
ভালো হবার সকল পথ
বন্ধ হবার পথে
কার মন চায় নিম্ন হতে
লালসা কামনা ছুঁতে?

শিশুর মুখের রুটি জোগাতে
কাজের খোঁজে হয়রান,
শেষমেষ নিজে বিক্রি হয়ে
সয়ে যায় অপমান।
দিনশেষে তার মাতাল স্বামী
ঘরে এসে নেশা ধরে,
যাচ্ছেতাই গালিগালাজে
তুলোধোনো করে মারে।
দুচোখ মুছে ছোট শিশুটি
দরজার কোনে দাঁড়িয়ে,
বড় শহরের বড় মাস্তান হয়ে
ঠিকই গেছে হারিয়ে!
ভালো হবার সকল পথ
বন্ধ হবার পথে,
কার মন চায় নিম্ন হতে
লালসা কামনা ছুঁতে?
(আসিফশেহজাদ)

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...