Sunday, August 27, 2017

আত্মার অতঃপর

অহর্নিশির ছায়াতলে, হেঁটে বেড়াই আজ
অহরহ আতঁকে উঠি, নিজের অবয়বে।
অহিত হয়ে যাই, সুবিচার থেকে দূরে
অহংবাদী আমি, প্রেত্মাতা সেই কবে।
অহিংসা দেই চাপা, হয়ে উঠি পিশাচীমূর্তি
অহংকারী চিন্তা, জেগে উঠে ফের
অহংবোধ ভাঙ্গি না আর, মৃত্যুর পরও
অহি দংশে দিন রাত, কমাতে পাপের জের
অহর্নিশির ছায়াতলে হেঁটে বেড়াই আজও!
২৭/০৮/১৭

Wednesday, August 16, 2017

অচেতনে কি বোঝাই?

অচেতনে কি বোঝাই?
শুধু
বুঝিনা এই কথাই
কথাটুকু সময়ে বেঁধে রেখে
রেখে যাওয়া স্বপ্ন আজ পুড়িয়ে!
পোড়া আকাশটুকু আজ জড়িয়ে
জড়ানো সব স্মৃতিগুলো হারিয়ে
হারানোর প্রশ্ন আর কত?
কত করে বলে বুঝাই নিজের মত!!!

আকাশ পিপাসায়, মাটি খুব খড়া!
বুনো যাওয়া স্বপ্ন সব অধরা!

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...