Sunday, October 23, 2016

ক্ষমার দোহাই

হে দরিয়ার মাঝি!!!
তোমারি কাছে কহি,
যে অবলার ভ্রান্তি বিলাসে মরিয়াছি দিন রাহি।
দিও বুঝ তারে, ক্ষমার দোহাই,
নইলে চড়াইয়ো শুলে!!!

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...