Sunday, September 4, 2016

বিবর্ণ ফাগুন

ভেঙ্গে পড়া ডালপালা,
শুকনো পাতায় বোনা;
আর কিছু বালি কণা নিয়ে সেই বটতলা....!!!

অল্পসময় না অনেকক্ষণটা যেন অবেলা
স্বপ্ন দেখতে সেই কবে থেকে ছিলো মানা;
শেষ লেখা কথিকাটি নিয়ে আমি একলা।

পুড়িয়েছি আমার কত
রঙ্গীন শীতল আগুন,
ভেজা কালনিদ্রা আমার আকাশ
বিবর্ণ ফাগুন।।

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...