Wednesday, May 25, 2016

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা কিছু ছন্দময় লাইন

তুমি শিখিয়েছো রোদ,
জাগিয়েছো খোদ,
র্নিভাবনায় রাঙ্গিয়েছো
একেঁছো আমোদ।
তুমি দেখিয়েছো আকাশ,
দিয়েছো আভাস,
নির্মল মুক্তির দুয়ারে
সাজিয়েছো কাশ।
তুমি শিখিয়েছো বিদ্রোহী,
করেছো মোরে অশ্বারোহী,
তুমি জ্বালিয়েছো
আগুনকরেছো মোহী।

-আসিফ শেহজাদ
২৫/০৫/১৬

L

Monday, May 16, 2016

খেদ

শেষ বিকেলের একরোখা জেদ,
করে না আমায় অন্তরভেদ।
রোদের স্পর্শে হয়েছি কল্পনা থেকে বিচ্ছেদ।
কিন্তু তাতে নেই আমার বিন্দু মাত্র খেদ।

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...