আমি জসীম-উদ্দীনের মত হতে চাই,
যে শত বিষে ভরা বাণের বদলে বুক ভরা গানের কথা বলেছেন।
আমি নজরুলের মত হতে চাই,
যে শত বঞ্চনা পরও জীবনে স্বাভাবিক মানসিকতার পরিচয় দিয়েছেন।
আমি রবীন্দ্রনাথ হতে চাই,
যিনি শত সুখ হাতে পেয়েও অধ্যবসায় ভুলে যায় নি।
আমি মাইকেল হতে চাই,
যিনি সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে নিয়ে না, চারপাশের মানুষদের নিয়ে ভাবতেন।
আমি জীবনানন্দ হতে চাই,
যিনি তার পৃথিবীটাকে প্রচন্ড ভালবাসতেন।
আমি কামিনী রায় হতে চাই,
যিনি পেছনের দিন গুলো খুব যত্ন করে মনের মধ্যে গুছিয়ে রাখতেন।
আমি আমার মাঝে এক শাশ্বত "তুমি" জাগাতে চাই।
আর একটা সময় পর পৃথিবী, তোমার কাছে জানতে চাইবো,
যে শত বিষে ভরা বাণের বদলে বুক ভরা গানের কথা বলেছেন।
আমি নজরুলের মত হতে চাই,
যে শত বঞ্চনা পরও জীবনে স্বাভাবিক মানসিকতার পরিচয় দিয়েছেন।
আমি রবীন্দ্রনাথ হতে চাই,
যিনি শত সুখ হাতে পেয়েও অধ্যবসায় ভুলে যায় নি।
আমি মাইকেল হতে চাই,
যিনি সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে নিয়ে না, চারপাশের মানুষদের নিয়ে ভাবতেন।
আমি জীবনানন্দ হতে চাই,
যিনি তার পৃথিবীটাকে প্রচন্ড ভালবাসতেন।
আমি কামিনী রায় হতে চাই,
যিনি পেছনের দিন গুলো খুব যত্ন করে মনের মধ্যে গুছিয়ে রাখতেন।
আমি আমার মাঝে এক শাশ্বত "তুমি" জাগাতে চাই।
আর একটা সময় পর পৃথিবী, তোমার কাছে জানতে চাইবো,
আমার অপ্রাপ্তির জন্য কে দায়ী?
পৃথিবী, তোমার কি কিছুই করার ছিল না?
তুমি কি পারতে না আমাকে একটু ভাল রাখতে?
পৃথিবী, তোমার কি কিছুই করার ছিল না?
তুমি কি পারতে না আমাকে একটু ভাল রাখতে?