Saturday, October 10, 2015

মিথ্যেবাদী

শানিত আমার দৃষ্টি দেয়াল
শক্ত আমার হাত,
শেকল ভাঙ্গার শক্তি দেখে
এ পাড়ে দৃষ্টিপাত।

চোয়ালে আমার রক্ত আগুন
পিঠে চাবুক ছটা
শেকল ভাঙ্গার পরেই দেখিস
পরবে তো লাশ কটা।

অন্ধকারে কাঁটার ভেতর
ফুটছে আমার পা,
ছুটছি আমি ভাঙ্গছি কপাট
হচ্ছে না তো ঘা।

মরুভূমির আগুন শত্রু
ঢালাছে মাথায় লাভা,
গোধুলী বেলায় আমার শরীর
দ্বিতীয় সূর্য আভা।

মিথ্যে কথা বলার আগে
ভাবিস শতেক বার,
একটা মিথ্যা খুলে দিলো তোর
হাজার শত্রুদ্বার।

পারবি না দিতে ছিঁটে ফোটা
বলিস কেন সাগর
এক মুখেতে দু' কথা তাই
মারবো মুখে মোহর।

আসছি আমি ভাঙ্গবো তোকে
ছিঁড়বো তোকে হাতে,
হঠাৎ মনে হতেই পারে
মরছি হায়নার দাঁতে।
২৫/১০/২০১৫ইং

Friday, October 9, 2015

বিতৃষ্ণা

সুপ্রসন্ন তুমি দূরে,
অনুমতিহীন ভাবে যখন তুমি মিথ্যে বলো,
অপ্রকাশ্য তোমার কপটতার ঝুলি
অমিমাংষীত তোমার সহানুভুতি; তোমার বিচার,
তুমি ছিলে সংক্ষেপিত আলোর ঝিলিক মাত্র
এক মুহুর্তের জোনাক, বিমূর্ত করা এক শীতল বিজলী,
হঠাৎ হাসি-কান্নার সহচর; দেখোনি চেয়ে একবারও বর্তমানে,
আমি যে এক রাশ উচ্ছাস ছিলাম, এখন নির্জীব প্রতি পানে
তবুও এই আবহে যেন আমি বদলাই, যেন নতুন করে শিখতে পারি,
নতুন করে নিঃশ্বাস নিতে পারি; নতুন করে, আবারই নতুন করে।

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...