শানিত আমার দৃষ্টি দেয়াল
শক্ত আমার হাত,
শেকল ভাঙ্গার শক্তি দেখে
এ পাড়ে দৃষ্টিপাত।
চোয়ালে আমার রক্ত আগুন
পিঠে চাবুক ছটা
শেকল ভাঙ্গার পরেই দেখিস
পরবে তো লাশ কটা।
অন্ধকারে কাঁটার ভেতর
ফুটছে আমার পা,
ছুটছি আমি ভাঙ্গছি কপাট
হচ্ছে না তো ঘা।
মরুভূমির আগুন শত্রু
ঢালাছে মাথায় লাভা,
গোধুলী বেলায় আমার শরীর
দ্বিতীয় সূর্য আভা।
মিথ্যে কথা বলার আগে
ভাবিস শতেক বার,
একটা মিথ্যা খুলে দিলো তোর
হাজার শত্রুদ্বার।
পারবি না দিতে ছিঁটে ফোটা
বলিস কেন সাগর
এক মুখেতে দু' কথা তাই
মারবো মুখে মোহর।
আসছি আমি ভাঙ্গবো তোকে
ছিঁড়বো তোকে হাতে,
হঠাৎ মনে হতেই পারে
মরছি হায়নার দাঁতে।
২৫/১০/২০১৫ইং
শক্ত আমার হাত,
শেকল ভাঙ্গার শক্তি দেখে
এ পাড়ে দৃষ্টিপাত।
চোয়ালে আমার রক্ত আগুন
পিঠে চাবুক ছটা
শেকল ভাঙ্গার পরেই দেখিস
পরবে তো লাশ কটা।
অন্ধকারে কাঁটার ভেতর
ফুটছে আমার পা,
ছুটছি আমি ভাঙ্গছি কপাট
হচ্ছে না তো ঘা।
মরুভূমির আগুন শত্রু
ঢালাছে মাথায় লাভা,
গোধুলী বেলায় আমার শরীর
দ্বিতীয় সূর্য আভা।
মিথ্যে কথা বলার আগে
ভাবিস শতেক বার,
একটা মিথ্যা খুলে দিলো তোর
হাজার শত্রুদ্বার।
পারবি না দিতে ছিঁটে ফোটা
বলিস কেন সাগর
এক মুখেতে দু' কথা তাই
মারবো মুখে মোহর।
আসছি আমি ভাঙ্গবো তোকে
ছিঁড়বো তোকে হাতে,
হঠাৎ মনে হতেই পারে
মরছি হায়নার দাঁতে।
২৫/১০/২০১৫ইং