Saturday, July 11, 2015

এক ফোঁটা অবহেলা

এই শাশ্বত জীবনের আবেগময় সুহৃদের কোন অবাক করা স্ফুটন!!!!
নেই তার কোন শাচিত মূল্য!!!
এক সাগর ভালবাসার দেবার পর এক ফোঁটা অবহেলাই তার প্রাপ্য!!!

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...