Friday, June 12, 2015

বিরামচিহ্ন

আমি আমার শতেক বারের বিরামচিহ্ন জানি,
অক্ষর হতে কেন আমার সহস্র হাতছানি;
জেনেও আমার বারে বারে বাক্য নিয়ে কাহিনী,
কলম দিয়ে এক টানেতে আমার ইতি টানি!!!

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...