আমি আমার শতেক বারের বিরামচিহ্ন জানি,
অক্ষর হতে কেন আমার সহস্র হাতছানি;
জেনেও আমার বারে বারে বাক্য নিয়ে কাহিনী,
কলম দিয়ে এক টানেতে আমার ইতি টানি!!!
অক্ষর হতে কেন আমার সহস্র হাতছানি;
জেনেও আমার বারে বারে বাক্য নিয়ে কাহিনী,
কলম দিয়ে এক টানেতে আমার ইতি টানি!!!