Monday, March 30, 2015

সে কখন হারায়

অনেক কথা যায় না বলা, চেপে যাই শুধু
অনেক শব্দের নেই উচ্চারণ, মরুময় ধুঁ ধুঁ।
অনেক ইচ্ছেরা কান্না হয়ে, আকাশে তাকায়
অনেক ভালোবাসা খুন করে, একপাশে দাঁড়ায়।
সে কখন হারায়।

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...