এখনও নিঃশ্বাস নেই, সেই পুরনো নিঃশ্বাস।
দীর্ঘশ্বাস বলি না, ছোট করব না এই অনুভুতিকে।
শব্দহীনতায় পথ চলার মাঝে "তুমি" বেঁচে থাকো।
সবার অট্টহাসি এড়িয়ে আমি আছি, আমি শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো, সর্বশেষ আয়ুষ্কালের শেষ মুহূর্ত পর্যন্ত।
শুধু তুমি র্নিঝঞ্জাট থাকো, থাকো সুন্দ্রীয় লয়ে!!!
দীর্ঘশ্বাস বলি না, ছোট করব না এই অনুভুতিকে।
শব্দহীনতায় পথ চলার মাঝে "তুমি" বেঁচে থাকো।
সবার অট্টহাসি এড়িয়ে আমি আছি, আমি শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো, সর্বশেষ আয়ুষ্কালের শেষ মুহূর্ত পর্যন্ত।
শুধু তুমি র্নিঝঞ্জাট থাকো, থাকো সুন্দ্রীয় লয়ে!!!