Saturday, January 11, 2014

কোথায় তুমি

কোথায় তুমি
বাতাসে কি মিশে আছো সুগন্ধ হয়ে ?
নাকি ঐ কৃষ্ণচূড়ার হলুদ পরাগ মেখে?
লুকিয়ে আছো চিরসবুজ পাতার ভিড়ে ?
আমার কষ্ট গুলো আজ ঢেউ হয়ে
আছড়ে পড়ে হৃদয় তীরে।


কোথায় তুমি ,
ঘাসের বুকে শিশির হয়ে জমে আছো ?
নাকি নাটাই ছাড়া ঘুড়ি হয়ে উড়েই গেলে
আমায় ছেড়ে একেবারে বহুদুরে ?
আমার ব্যাথা গুলো তোমায় খোঁজে ।
আজও তুমি রয়েছ আমার সবটা জুড়ে ।


কোথায় তুমি ,
সাগরতীরের সূর্য হয়ে ডাকছ আমায় ?
নাকি ঢেউয়ের দোলায় ভেসেই গেলে ?
আমায় ফেলে , আঁধার ঢাকা কারাগারে
যে কারাগারের দেয়াল জুড়ে দুঃখ আঁকা ।
তোমার আশায় , ভালোবাসায় দু চোখে আজ শ্রাবণ ঝরে ।

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...