Sunday, October 10, 2010

ভয়াল ২৮শে...

লোমহর্ষক স্মৃতিতে জড়ানো
২৮শে অক্টোবর,
মৃত মানুষের নীল চেহারায়
বুকে ওঠে যেন ঝড়।
হাসির পুরো লন্ঠন জ্বালায়ে
পিটিয়েছে কত মানুষ,
জীবিত মানুষ হঠাৎই মরিল
দেখে কাঁদে অমানুষ।
হাতের মুঠিতে ক্ষমতা পুরিতে
থাবায় মানুষ মারা,
মনুষ্যত্বহীন ধূপ ঘরেতে
লালিত হলো যারা।
বাঁচাও আমায়; বাচঁতে দাও এবার
কন্ঠে ছিলো যাদের,
কুরআন-হাদিসের ধারক-পাঠক
ছিলো কেউ তাদের।
আঘাতে আঘাতে জ্যান্ত মানুষ
মেরে ফেলা যত সোজা,
সে লাশ যখন পিতার কাঁধেতে
শত গুণ তার বোঝা।
ধ্বনিত্ব হইয়া রুহে মোর
শহীদী আর্তনাদ,
করিতে চাহিয়া পারিনি আমি
এতটুকু প্রতিবাদ।
------আসিফ (২৭/১০/১৫)

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...